পৃথিবীটা আজ লাশ ঘর!
সামনে লাশ পিছনেও লাশ চারিদিকে-
শুধু লাশ-লাশ, মানুষের আহাজারি!
মৃতদের আদম-শুমারি হবে কাল-
যেতে হবে আমাদের লাশে'দের বাড়িবাড়ি।


পৃথিবীটা আজ লাশ ঘর!
লাশ গুলো দ্যাখো চুপ, নাম-হীনা সবে!
মুখ চোখ ডাকা একেবারে সে নীরবে,
মৃতদের আদম-শুমারি নিতে হবে-
তাদের মুখে মাস্ক, কিভাবে কথা কবে?


#কলঙ্কিতা_সমাজ


কলঙ্কিত মানবতা আজ স্তব্ধতায়-
লুটোপুটি খাচ্ছে আর কুঁকড়াচ্ছে বারবার!
কেউ দারুণ বিষের জ্বালায় জ্বলতেছে-
কেউ আবার ধূলির মাঝে গড়াগড়ি খায়!
আজকে শুধু কলঙ্কিতা সমাজ কুঁকড়ায়!!


আজ কলঙ্কিতাদের নরকের জ্বালা-
পোহানোর কাল-বেলা, সময় এসেছে!
গজব এসেছে তেড়ে, কোথায় পালায়?
আজকে পুরো পৃথিবীর মানুষ কুঁকড়ায়।
ব্যথার সাগরে আজ গড়াগড়ি খায়।