ছন্দে ছন্দে জীবন চলুক
নারীর প্রেমের চুম্বনে,
ঘাটের মাঝির জীবন চলুক
প্রণয়ী নারীর কুম্ভ'নে!


হাসির ছন্দে মালা গেঁথে যাক
কমলি ফুলের ঝাঁক বেঁধে,
পুরুষ তোমারা জয় পেতে চাও
নারীদের তোর সঙ্গে'নে।


সমান সমান ভাগ দিয়ে দাও
জীবন চলার সঙি'কে!
আপন সুরেখ গান গেয়ে যাও
সমাজ গড়ার স্বপ্ন দে।


যুদ্ধক্ষেত্রে তাল বুনে দেয়
নারীর প্রেমের ছন্দটা,
হার মেনে যায় ভোলোক দুলোক
খক্কসি ঐ গন্ধটা।


সব সমীপেই দল বেঁধে ঐ
থাকছে যখন নারী দল,
স্বর্গ নরক সব খানে ঐ
ভাবছো সদাই হেয় পল?