আমাদের এই দিন শেষ হবে জানি,
আকাশের মেঘ গুলো হয়ে যাবে পানি!
আমাদের লুকোচুরি অব-সান হবে,
কাছাকাছি বসে বলো কবো কথা কবে?


চোখে চোখে কথা বলা লাগে তবে বেশ,
আমাদের ভালোবাসা ক্রটি নেই লেশ!
দুটি চোখ দেখে দেখে মনে মনে বলি,
এভাবেই ভালোবাসা যাবে নাকি চলি?


হরিণির মতো করে আড় চোখে চায়,
চোখে থাকে ভিতি লাজ সদঃ মনে পায়।
দুটি চোখ জুরে যেনো নেশা মায়াহীন,
এই মনে সুর তুলে স্বরসতী বিন।


আমাকে যে কাবু করে উত-রোল হেসে,
মুখ'টাকে ভার করে যেনো পরিশেষে!
চোখ দুটি হাসে তবু জ্বলজ্বল হাসি,
আঁখি যেনো বলে যায় শুধু ভালোবাসি।


এই ভাবে যায় চলে আমাদের দিন,
কবে বলো শোধ হবে লেনাদেনা ঋণ!
কতো ঋণ হলে জানো আমাদের মাঝে,
এই চোখ সব জানে মনে প্রেম বাজে!


২৮জ্যৈষ্ঠ ১৪২৭