সবাই ব্যস্ত!
কেউ সময় নষ্ট করবে না বলে সবাই ব্যস্ত!
আমি আমার ছোট বেলার এক বন্ধুকে ডেকে-
বললাম, চল বন্ধু বিকেলে প্রকৃতি দেখে আসি!
সে খুব ব্যস্ত!
এ মহাজন আমায় বলে- প্রকৃতি আবার কি?
দেখবি যখন, দেখার মতো-কিছু তো একটা দেখ!
গুগুল করে দেখে'নি তোর প্রকৃতির যা ফটো-
যাবোনা ঐ পলিউশনের মাঝে, ঘুমাবো তবে।
ঐ বাজেরে কতো?
তিনি এখন খুব ইজিলি ফেসুকিংয়েই ব্যস্ত।


সবাই ব্যস্ত!
কেউ সময় নষ্ট করবে না বলে সবাই ব্যস্ত!
সে দিন আমি আমার অরু-নিমা'কে কল দিয়ে-
বললাম অরু, এই যান্ত্রিক শহরে যন্ত্র প্রেম
আর ভাল্লাগছে না, চলো আজ পার্কে বসে বাদাম
খেতে খেতেই প্রেম করি! না-সে আজ খুব বিজি।
অরু,বললো আমায়-
তাহার নাকি সেমিস্টারের আছে আর কদিন,
দুমাস পরে টেস্ট পরিক্ষা পড়বে কয়েক দিন।
আমার সাথে পার্কে তাই তো হবে না তার যাওয়া,
ব্রেঞ্চে বসেই হবে না তাই আজকে বাদাম খাওয়া।
আচ্ছা, এখন রাখি?
অরু একটানা আমার সাথে-দুঘন্টা কথা বললো।


সবাই ব্যস্ত!
কেউ সময় নষ্ট করবে না বলে সবাই ব্যস্ত।
নিড়িলা থেকে হেঁটে হেঁটেই মেসের দিকে ফিরি-
কারো সাথেই তেমন দেখা হয় না আজ কাল।
সবাই থাকে বিজি-
আজকে হঠাৎ মধুর সাথে দেখা, খবর কি'রে?
কাছে এসে, সে এক মধুর হাসি হেসে 'চলি'রে!
আজকে বরং যাই,
চোখের পাতা করছে যে মিট-মিটে, ব্যস্ততায় যে
করছে তাকেও গ্রাস, আমিও যে একটি গাল হেসে-
বিদায় দিয়ে যাচ্ছি হিমুর ভেসে, ভাবছি শুধুই
মানুষ গুলো যন্ত্র হলো কি? এখনো হাসছি আমি-
আমিও জানি, মধু- এখন থাকবে ট্রাফিক জ্যামে,
ঘন্টা দুয়েক থাকবে বাসে, উঠবে শুধুই ঘেমে।
তার পরে যে আমার কথা পড়বেই মনে তার-
বলবে তখন 'সময় কোথা এই জীবনে আর'?


সবাই ব্যস্ত!
কেউ সময় নষ্ট করবে না বলেই সবাই ব্যস্ত!
আমিও আর সময়ের অ-নিষ্ট করতে চাই না।
তাই তো পথ হাঁটি কখনো এ-মুঠো ফোন হাতে,
না হয় ভাবি অকল্পনাকে কল্পনায় ঢুকাতে।
আমার এই কাজে সকলে আজ বিরক্ত, কেনো?
কেনো বিরক্ত?
বন্ধুর সাথে প্রকৃতি দেখতে যে আমার নিষেধাজ্ঞা!
অরুকে নিয়ে পার্কে ঘুরতেও যে আমার নিষেধাজ্ঞা!
হঠাৎ করে প্রাক্তন বন্ধু সমনে পড়লেও আমি-
কথা বলি না!
আজ সবাই তো ব্যস্ত, কেউ সময় নষ্ট করবে-
না বলেই তো আজ সকলে ব্যস্ত জীবন করো,
তবে কেনো'রে আজকে আমার ব্যস্ততায় সকলে
বিরক্ত মুখ করো?
আর সময় নষ্ট করবো না বলেই আমি ব্যস্ত।


২৭জ্যৈষ্ঠ ১৪২৭,