সহস্র বছর পরে হলেও তোমাকে চাই!
এখন নয় কয়েক শত কোটি যুগ পরে
হলেও তোমাকে চাই!


আমার হৃৎপিণ্ডের ভেতর দিয়ে
প্রবাহিত হয় রক্তের বদলে
তোমাকে চাই
তোমাকে চাই
ধ্বনি।
তা তুমি, তুমি জানলে না কোনো দিন!


পাতা ঝরার দিনের মতো; আমি
ঝরে গেছি কোনো এক বসন্তের
আগে।
এখন তোমার শাখায় শাখায়
ফুল পাতাদের মিছিল স্লোগান।


সব হারিয়ে এখন আবার কেনো যে ভাবি
সব পেয়েছি- কিছুই তো আর পাবার নাই;
তবুও বলি এখন নয় শত কোটি যুগ পরে
হলেও তোমাকে চাই।