খোকন গেছে কুমড়ো বিলে ধরবে বলে মাছ,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে সারাটা দিন আজ।
টাপুর টুপুর বৃষ্টি পেয়ে ব্যাঙের ছানায় কয়,
মাছ ধরে যে খোকন মিয়া বন্ধু আমার হয়।


খোকন মিয়া বিলের ধারে কাটতে ছিলো ঘাস,
আমরা তখন বালুর চরে করতে ছিলাম বাস।
খোকন মিয়া খুবই ভালো খারাপ মানুষ নয়,
সেদিন থেকেই আমরা দুজন পেলাম পরিচয়।


খোকন বলে ব্যাঙ্গি বন্ধু গাও তো একটি গান,
মনটা আমার খুবই খারাপ তৃষ্ণা কাতর প্রাণ।
বলছি আমি গান শুনাবো করবে যেদিন মেঘ,
টাপুর টুপুর বৃষ্টি পরে ভিজবে যেদিন ডেক।


আজকে দেখো মেঘ করেছে নাচছে কুমড়ো বিল,
আকাশটা যে ছিদ্রি হয়ে ভাঙছে মেঘের খিল।
আজকে আমার গাইতে হবে বর্ষা দিনের গান,
গান শুনিয়ে খোকন মিয়ার জুড়াই দিবো প্রাণ।


এর পরেই তো ব্যাঙের ছানায় করলো শুরু ডাক,
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ তুলে আষাঢ় দিনের হাঁক।
ঐ দিক দিয়ে খোকন মিয়া তুললো মাছের জাল,
টাপুর টাপুর বৃষ্টি পড়ে বাদলা গানের তাল।


২৪আষাঢ় ১৪২৭; ভিয়াইল