যা সবকিছুর ঊর্ধে তা হল মন,
              আর যা, তার উপর নির্ভর্শীল
               সে হল জীবন।
              সম্পৃক্ততার পরিপূর্নতায় মন যখন সিক্ত
             মন তখন রিক্ত,বন্ধনহীন,উন্মুক্ত
              শিহরণ জেগে ওঠে মনেপ্রাণে
              যখন ভালবাসার ছোঁয়া পায়,
             স্নিগ্ধতার অন্ধকারে ঢেকে যায়
              যখন তোমায় হারায়।
               মন চাইলে, জীবনটাকে বদলানো ও যায়।
             মন যখন বয়ে চলে নদীর স্রোতের ন্যায়,
                সে যে, তখন ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।
             কি যে করা যায় বুঝে ওঠা দায়।  
                তাকে আটকে রেখোনা,
             বাঁধতে চেও না,ছেড়েদাও
                উন্মুক্ত বায়ুর ন্যায়।
                 সব কিছুর উর্ধে উঠে তাকে
                ভাবতে দাও মানুষের জন্যে।