তর্জন গর্জনে ঘনঘোর  কালোমেঘের ভীষণ হুংকারে
কেঁপে ওঠে শরীরমন,
ভীষণ ভুমীকম্পে কেঁপে ওঠা মাটির মত।
বৃষ্টির জল ঝরে পড়ে পৃথিবীর বুকে।
ধন্য হয় ধরিত্রীমা স্নাত হয় ধান্যক্ষেত্র,
ধানের খেতে জলের কণা যেন সাদা ফুলের মত।
সূর্যের প্রথম কিরণ ঝলমলিয়ে দিলে
সবুজে ভরে দিলে মাঠ,
জলে ভরে গেল জলাশয় যত,
বাচ্চা ছেলেরা ডোবার কাঁদায়
হুটোপুটিতে মত্ত।
এল বৃষ্টি এল রে,
ঘনকালো মেঘের বাঁধনখুলে
ছাপিয়ে এলো জলের ধারা,
পাগল পারা।