এই চাওয়াপাওয়াময় জীবনে,
চাওয়ার পরিমাণ এত বেশী যে,
পাওয়ার আনন্দ কোথায়
হারিয়ে যায়,
না পাওয়াটাই মানুষকে
কষ্ট দেয়।
চাওয়া আর পাওয়ার এই ব্যাবধান
যেন অনেকবেশী,
তাই পাওয়ার থেকে চাওয়াটাই
ছাপিয়ে যায় শেষে।
মানুষ যদি
কি চাইলাম আর কি পেলাম-এর
উপরে উঠতে পারত,
তাহলে তার জীবনটা হত
স্বর্গসুখের মত।