যেন স্বর্গের অপ্সরা তুমি,
রূপবতী এলোকেশী
নবযৌবনা,
তাঁর স্নিগ্ধ মুগ্ধ আঁখি
সোনালী আলো মাখানো।
যেন সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে,
ছুটে এসেছে পালতোলা
জাহাজ নিয়ে,
সমুদ্র উথাল পাথাল করে,
ভিজে গেছে তার
রেশ্মী বসনখানি,
তুমি কি শুধু স্বপ্নেই
আসো যাও?
নাকি খোলা চোখেও
কখনো সখনো ধরা দাও?