কিছু না থাকা  থাকারই অপূর্ণতা,
কিছু না পাওয়া  চাওয়ারই অপুর্ণতা।
যেন,কোনো মহাপুরুষ,
যার জীবনাবসানের পরেও
তার কর্মে আলকিতো হওয়া ভুবন,
যুগযুগ ধরে শুধু তাঁরই আলোকিত করা
রাস্তায় হেঁটে চলি,
তাঁরই স্মৃতি চারণ করি।
শত শত কিরণ্মালায় সাজানো
সাতরঙ্গা রামধনুর সাতরঙ্গের
সবুজে,হলুদে জড়ান
রঙ্গিন স্মৃতি।
আমাদের পুর্বপূরুষদের
কথা মনে করিয়ে দেয়,
মনে করায় তাদের অবদানের কথা  তাদের বাণী,
যা শুধু  স্মৃতি নয়,
যা আমাদের চলার পথের পাথেয় হয়।