নিদ নাহি, ঘোর নিশিযামে
বিচুর্ণ বিবেক দন্ডায়মান আজি
ভ্রমশিখা তাপদহ দাবানলের সম্মুখে
কাহারে সুধাই কাহারে বুঝাই
বিচ্ছুরিত তেজে বিদগ্ধ অন্তরাত্মা ও কায়া
অবশিষ্ট যাহা আছে তাহাই খাটি
খোলসের বাহিরের বিভৎসতাকে
অংগে ধারণকৃত বিভৎস কে হার মানায়
আগ্নেয়তেজ আজি আখি তে , নিঃশ্বাসে
প্রলয়! প্রলয়!! মহা প্রলয়!!
অগ্নুৎপাত লাভাসম জ্বলিয়া উঠিবে
কে জানে কখন !
সব বিভৎসতাকে পুড়িয়ে ছাই করিবে
বিশুদ্ধ পবন আচ্ছাদিত করিবে ভুবন
হইবে দিবালোকে রাহুগ্রাসে সূর্য্য গ্রহণ
অতঃপর শান্ত ধরা লোক
আগামীকে করিতে বরণ