অতীব দুরাশায় আশার দুর পারাবারে চলিছে রনতরী
উজানে উচ্ছসিত ঢেউ তার সজোরে হানিছে আঘাত
অশ্রান্ত শান্ত নাবিক ধরিয়া হাল রহিয়াছে সুদুর পানে চাহি
সুদুর কুহেলী উত্তরী ভেদ করি মিলবে কি দেখা
সীমারেখার সমাপন আর জীবনের প্রারম্ভকাল ?
উথাল পাথাল ঢেউ আর সজোরে বহিত সমীরন
আঘাতে আঘাতে করিতে চায় অজয়ীর গতিরোধ
আরে নির্বোধ; পাথরে শানিত হৃদপিন্ড,
জলোধরে লীলাকৃত সমীরণ করিতে পারে
প্রকৃতি অসান্ত, কিন্তু দগ্ধ হৃদপিন্ড নয় ।
দানবীয় অট্টহাসিতে কাপিতে পারে
আকাশ, বাতাস, ভুমি
কম্পিত, ভয়ার্ত আর্তনাদে কাপিতে পারে
অসুস্থ্ আত্মা, কিন্তু নয় বদ্ধ প্রতিজ্ঞ নাবিক,
যে নেত্র ক্ষেত্রে কুয়াশার ধোয়াশা নয়
অমানিশার অন্থকার থেকে ছিনিয়ে আনতে
আলোকরাশি বদ্ধ পরিকর।
শান্ত..শান্ত.. উন্মাদনা নয়
নিষ্পাপ প্রনয়ই করিতে পারে
এ তমশার অবসান।।।।