কতনা ভাবনার নির্যাসটুকু নিয়ে
টেবিলের চারপাশ ছেড়া আর টুকরো কাগজে ভরেছি
এক পংতি কথা সাজাবো বলে
সাজিয়েছি ও অনেক সযতনে
আবেগ, যন্ত্রনা আর ভালোবাসা দিয়ে
হয়তো বা একদিন এ সৃষ্টির প্রতিটি পাতায়
জমবে ধুঁলো
হয়তো বা কারো পায়ে পিষ্ট হবে
অবহেলায় পথের ধারে
যদি কোন পথচারী চলতে হঠাৎ থেমে
যতনে তুলে নেয় ধুলোমাখা কাগজখানি
একমাত্র সেই জানবে আমার জমানো
গল্পখানি, স্বার্থক হবে বুঝি প্রচেষ্টা
সেই সৃষ্টির
শুধাবো হে পথিক, আমার স্বপ্ন সৃষ্টি
বিলিয়ে দিও অনাগত ভবিষ্যতের হাতে