ছুটে বেড়িয়েছে অশ্ব তার শানিত ক্ষুরধারে
ধুলিকণায় সৃষ্টি হয়েছে শীতের গোধুলী বেলা
জঙ্গল, পাহাড়,মরুভুমি কতবার পিষ্ট হয়েছে
তার পদতলে;
তার ইন্দ্রীয় তেজে মুখ থুবড়ে পড়েছে
গগন বিদারী সুর্য্য,
ভয়ে বনের গহীনে লুকিয়েছে
রয়েল বেঙ্গল টাইগার
অতঃপর তেজ দীপ্ততা ত্যাগ করছে ইন্দ্রিয়গুলো
শানিত খুরের আঘাতে ওড়েনা আর পথের ধুলো
সিংহদ্বার ঠেলে কে যেন উকি দিচ্ছে অপলকে
কি যেন বলবে; জিঞ্জাসে উৎসুক নয়নে
“কে! কে তুমি খুজিছো কাকে এ পিপাসু নয়নে?”
আমি..... আমি.... আমি বার্ধক্য এসেছি
নিয়তির বিধানে।।