বিষন্নতার বিভিশিখায় দহনে দহনে বিদগ্ধ আজি
যন্ত্রনা নয় আমৃত্যু যন্ত্রনার এক রুপরেখা সৃষ্টি,
জানি আমরণ অনশন এই আত্মদগ্ধতার
জ্যোৎস্নাস্নাত পুণ্যতার মায়াবী হাতছানী
বারে বারে ইঙ্গিতিয়া চলে কোন এক অষ্টাদশীর মতো
জানি ভুল তবু ফুল ভাবি আকর্শিত হই মোহজালে
অলংকৃত নয় কলঙ্কিত আজি নির্যাতিত স্বপ্ন মোর
অনন্ত বিশ্ব ব্রম্মান্ডের একখানা চাঁদের এক টুকরো আলো
সেুটুকুও দুরাশা আর কুয়াশায় ভরা
সামান্য আলোক বিন্দুর যে হাতছানি দেখেছিনু
পুলকিত পলকেই তাহা অমানিশার কবলে আচ্ছাদিত
আস্বাদন করিলাম তবে চন্দনও আলো নয় গহীন কালো
বসিয়া বিজনে সীমাহীন নীল আকাশের নিচে দেখি,
বিশাল উদারতায় নীল ওই নিলীমায়
ঘিরিয়া রাখিবারে চায় অতি যত্নে
মোর অর্জিত ক্রন্দনরাশি।।