মোর অলস সময়টুকুর অবিচ্ছেদ্য অংশ
শুধুমাত্র অপেক্ষার নামান্তর মাত্র
বিশ্রামহীন চেতন তো মানে না কোন অবসর
নয় সে অখন্ড নয়সে খন্ডিতও
আছে নিত্য যেখানে অষ্পষ্টতা, একাকিত্বতা কিন্তু
কিন্তু নিঃসঙ্গতা নেই
আমি মরিতে ব্যাকুল ফের বাঁচিবার আশায়
ঠিক সুখ আর দুঃখের মাঝেই আমার বসবাস
আমি নিষ্ফলা জমি তে ধরি লাঙলের ফলা
উল্টে পাল্টে বাহির করিতে লুকানো উর্বরতা
আমি অনর্থক দাড়িয়ে দেখি আকাশ নীলের খেলা
বেলায় বেলায় কখন নামে অস্তাচলের রবির আবির
আচমকা ভাঙে ঘুম শিহরি ওঠে মন
পড়ন্ত রোদ বুঝি দিয়ে যাবে গহীন আঁধার
আর ওই আঁধার কি এনে দেবে নতুন আলো ?