ফিরিয়া ফিরিয়া চাহি, কান্ত শ্রান্ত অবসর বেলায়
বিরামহীন সম্মুখে চলিবার দুর্নিবার দুঃসাহসিকতা
অতি সযতনে বাজিয়া ওঠে হৃদয়ে সেই প্রতিচ্ছবি
বিক্ষুব্ধ পথচলা, খেয়াল মাতালে মধ্য সাগরে স্নান
পায়ে পায়ে মৃত্যুকে আলিঙ্গন যেন ভরা উন্মাদনা
উন্মত্ত যাত্রী বাধাহীন থামেনি কভু কোন
ষোড়শীর ব্যাকুল চাহনীতে।
অসান্ত দুরন্ত অশ্বসম পথচলা
নিশিদিন ভাবনার তরীতে ডুবিলেও
আসেনি কভু একটা কবিতার লাইন।
কান্ত আজি পথিক বেভুল
অসাড় মনের আলিঙ্গনে শুধু
ম্লান স্মৃতিটুকু অম্লান করিবার প্রয়াস
নচেৎ নির্ঘাত মস্তিস্ক বিকৃতি
রেহাই পাইবার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র