গহীন নিশিথে নিদ নাহি চোখে ভাবনার সমুদ্দুরে
আমি একা, অশ্রান্ত পথ চলায় ঘর্মাক্ত অবয়ব সংগী মোর।
কোথা গন্তব্য, কি করিবার প্রায়াসে, কাহারো লাগি
আসিয়াছি আমি!!
নতুনতায় আকর্শিত আর বিবর্জিত অতীত
এটুকুই জ্ঞানভান্ডার সম্বল মোর
আর কিছূ ভাববার অবকাশ নাহি মোর
অষ্পষ্ট সম্মুখে চলিবার রাস্তাটুকু যাহা
দেখিতে পাই দৃষ্টি গোচরে কিন্তু.....
কার হাতছানি সুদুরে!!
সীমাহীনতা নাকি অবসান ?
নাকি তিমীর বিদারীর রনাঙ্গন!!
ইন্দ্রীয়তেজ ধারন করিয়া কায়া
চলিতেছিলো তাহার আপন স্বরুপে
হঠাৎ পড়ন্ত বেলার হাতছানি
তাই ঘর্মাক্ত, ক্লান্ত আজ এ তনু
খরতাপ্ত রৌদ্রে তবুও পথ চলিবার উপক্রম
একটুখানি ছায়া আর বিশ্রামের প্রয়াসে
ডুবিলো বেলা নাকি হইলো ভোর ?