ধোঁয়া ওঠা গরম চা
আলসেমি চিনি গুলাতে গুলাতে
ইতি উতি খোঁজ করে
তেলের উষ্ণতায় ডুবে থাকা
ডালপুরির চাঁদনী মুখ।  
কাটা পেঁয়াজের টুকরো
আর বোটা ছাড়া ঝাল মরিচ
ধৈর্য্যহীন অপেক্ষার প্রহর গোনে
আলু সিঙ্গারার কোমলতায়  
ডুবে যাবে বলে।  
আধ পোড়া সিগারেট  
ছাইদানির ছাইয়ে মুখ গুজে
আবেশে স্বপ্ন দেখে
আরেকবার জ্বলে ওঠার।  
খালি টেবিল পানি ভর্তি গ্লাস
দেয়ালের হলদে কালো দাগ
কদাচিৎ ভুলে যায়
প্রাণ ভরা উচ্ছ্বাস অনাবিল অট্টহাসি  
ঝুলে পড়া গোফ, শ্মশ্রুধারী মুখ
রিবনে বাধা সোনালি চুলের পনিটেইল
এক রাশ বল্গাহীন স্রষ্টা উল্লাস।