মৈনাক -
স্বপ্ন দেখতে ভালবাসে।
নানা রংগিন কল্পনায় মনকে রাঙায়।
তার কল্পনার জগতে বাস করে এক রাজকন্যা
যে তার মুখ ঢেকে রাখে রেশম নেকাবে
শুধু অতলস্পর্শ চোখদুটো খুলে।
রাজকন্যা অসূর্যস্পশ্যা।
তার সৌন্দর্যরূপে থমকে যায় রাত
চাঁদের জোছনা ম্লান থেকে হয় ক্রমশ ম্রিয়মাণ।
যার কথার ছন্দে পয়ার রচনা করেন কবি।
সখ্যতা তার চপলা মৃগের সাথে -
মৃগনাভীর কস্তুরী ঘ্রাণ
ঝরে পড়ে তার বেতসলতার মত দেহ থেকে।
বাতাস থমকে যায় সেই নেশাতুর সুগন্ধে।
তার বিলোল কটাক্ষে মর্মর মূর্তি হয় পথিক।
হিলোল চপলতায় মাটি হয় বিহ্বল।
মৈনাক -
কাঠিন্যের শরে বিদ্ধ করে সেই রাজকন্যাকে।
রাজকন্যার বসুন্ধরা কম্পিত।
আজ রাজকন্যার মনের পাখনায় লাগে টান।
সব বিলাস ব্যাসন যেন ব্যাধের শৃংখল।  
মনে তার অসীমের তান
শুধু আকাঙ্ক্ষা করে খর্বকায় এক অনার্যকে।
যে তারে দেখায়েছে সসীমের রূপ।
আর মৈনাক -
রাজকন্যার অতলস্পর্শ চোখের কালোয়
নতজানু হয় প্রবল আবেগে।
আজ তার তাহাদের হবার দিন
রাজকন্যার স্বপ্ন রংগিন।
রাত পেরিয়ে দিন আসে -
রাজকন্যার আলুথালু মন মদিরা জড়ানো হাতে
খোঁজে মৈনাকের পাথুরে কোমল শরীর।
খালি শয্যা -
অজানা আশংকায় তড়িৎ চলনে ছুটে যায় ঝরোকায়।
দেখে ছিন্নমস্তা মৈনাক ঝুলে আছে কামিনীর ডালে।
হায়! রাজা কি মানে এক অনার্য স্বপ্নের আকুলতা
সেতো শুধুই ইতরের আস্ফালন।
আর রাজকন্যা -
তার সব উষ্ণতা যায় মুছে।
সে শুধু এখন এক উন্নত গ্রীবা সৌন্দর্যময় ছায়া
তার সৌন্দর্যরূপে মিশে আছে আকাঙ্ক্ষাহীন নীরব শীতলতা।


পুনঃনির্মান: ৩১.০৭.২০১৭