এখানে আকাশ গাঢ় কালো শুধুই কালো
এখানে আলোরা রঙ হারিয়েছে অনেক আগেই।
এখানে মেঘেরা ভেসে বেড়ায় না সাদা পাখা মেলে
এখানে মেঘেদের নেই কোন অধিকার।
পাখিরা ডানা মেলে না এখানে কোন
অধিকার নেই ডানা মেলবার আজও।
তবুও এখানে সময় কথা বলে
অসময়ের ছুতো ধরে গান গেয়ে গেয়ে গলে।
এখানে শব্দ নিঃশব্দ ডানা মেলে
ভবঘুরের মতো যেখানে ইচ্ছে ছুটে চলে।
বন্ধনহীন কালোর ঘন রাজ্যে
যান্ত্রিক পাখি নিস্তব্ধতা ভেঙ্গে নীড়ে ফেরে।


০১.১০.২০১৮
মাটি থেকে ৩৫০০৩ ফিট ওপরে,