গনগনে প্রতাপশালী রবির আজ বড়ই কঠিন দিন
তার তূণের সব অস্ত্রই অকার্যকর।
সকালের কোমলতা দুপুরের ঝাঁঝালো তীব্রতা বিকেলের হেলানো উষ্ণতা
কোনটাই কাজে আসবে না সারাদিন কিংবা আরও দিন, কে জানে।
আজ মেঘেরা সব একতাবদ্ধ -
তাদের সাথে সংহতিতে আছে দক্ষিণা বাতাস
জলকণাদের দল দলভারী করছে মেঘেদের
গাছেরা আজ উন্মুখ বারি সিঞ্চিত হয়ে হয়ে গাঢ়তম সবুজাভ হতে।
ধুসর কালো নীলাভ মাটি শুষে নিচ্ছে জলের ধারা
যেন প্রাণ ভরাবে অযুত প্রাণের উৎসমুখ।
নদীরা আজ প্রবল বেগে সঞ্চারিত
ক্ষীণ জলধারারা আজ আনন্দের শৈলপ্রপাত
পুকুরগুলো টইটম্বুর দীঘিরা সব অতল গভীর
সমুদ্র আজ অধীর প্রেমে উন্মাদিত
যা দিয়েছে উজার করে বাষ্পকণা জলের পরমাণু
আজ সব নদী নালা খাল বেয়ে ধেয়ে আসবে তার বুকে
আকাঙ্ক্ষিত মিলনে সশব্দ আনন্দে নবরূপ জাগবে মহাসমুদ্র।
কঠিন পাথরের শীতল নিকষ অন্ধকার আধারগুলো
আবারও পরিপূর্ণ হবে জলের ধারায়।
এইতো খেলা
এই অধরা পৃথিবী আর তার বাতাস জল মেঘ মাটি শিলা
প্রতিনিয়ত রবিকে ঘিরে খেলে যায় প্রাণের লুকোচুরি।
কখনওবা উন্মুখ হয়ে শুষে নেয় তপনরশ্মি।
প্রাণধারণের জন্য তৈরি করে আকাঙ্ক্ষিত উষ্ণতা।
তারপর মেঘেদের সাথে একতাবদ্ধ হয়
সন্তরণের সকল সজ্জা সাজিয়ে নিয়ে
উপভোগ করে মিলনের তীব্র শৃংগার সিক্ত রাগমোচন।
মানুষ এর কতটাই বা বোঝে
কতটাই বা অনুভব করে -
তাতে বসুন্ধরার কি বা আসে যায়।


২৬.০৭.২০১৭