হঠাৎ ভেঙে গেলো ঘুম মীর্জা সাহেবের
কেন ভাঙলো তা জানার হলো না খায়েশ -
কে আবার ভাববে ভেঙে এই আয়েশ।
আজ ক্ষুদিরাম দিবস
আহা! এমন দিন হররোজ হোস্।
ওই কচি ছেলেটা যদি না দিতো জান, তবে
মীর্জা সাহেব নেতাগিরি কই পান!
কেন গেলি বাবা মারতে বোমা ইংরেজ সাহেবকে -
ভালো করেছিস, নইলে তোকে বেচতাম কিভাবে।
জ্যান্ত ক্ষুদিরামের নাই এক পয়সা দাম
ফাঁসির ক্ষুদিরাম, তারে শতকোটি প্রণাম।
তোরা মরিস তাই আন্দোলন জমে ওঠে
যে কারণে মরিস তা পকেটেই ঢেকে থাকে।
বদলায় না কিছু, বদলানো কি এতই সহজ
বদলাবো বলে না চেঁচালে জাগে না মগজ।
'বদলে দেব' বলেই তোকে ফাঁসিতে দিলাম
ক্ষমতা এবার আমায় বলে সেলাম, সেলাম।
তোর মাসি-পিসি, মামা-খালু, দিদি আর ভাইয়েরা
যেমন ছিল তেমনি আছে, বিবর্ণ ছায়েরা।
নেতাগিরি করে হয়েছি আমি দেশের মাথা
বেঁচে আছি বলেই এমনি করে ধরেছে ছাতা।
মরে শুধু ওই ক্ষুদিরাম আর নুর হোসেন
বেকুব আর বুদ্ধু না হলে বারে বারে
ফাঁসি আর গুলি বুক পেতে নেন।
মীর্জা আর বেগমরা কেবলই মাখনটুকু খান।


রচনা কাল: ১২.০৮.২০১১