তোমার কন্ঠে অনুরনিত হওয়ার জন্য
শব্দগুলোর পালে লাগে হাওয়া।
তোমার কন্ঠে সশব্দে  নিঃসরিত হবে বলে
ধ্বনিরা আজ শিহরিত।
তুমি প্রতিটি শব্দ ছুঁড়ে দাও যে মাধুর্যময়তায়
তার তুলনা আমার জানা নেই।
যে বলিষ্ঠতা তোমার কন্ঠে প্রকাশিত
তা আমার মসিতে প্রকাশব্য নয়।
কেমন করে শব্দেরা পাখা মেলে তোমার ধ্বনিত ঝংকারে
জানার আগ্রহ বাড়ায় বারংবার।
ক্রোধ প্রস্ফুটিত হয় এক মাধুরিত নির্মাল্যে
বেদনা পাখা ছাড়ে হৃদয়ের মাঝখান ফেড়ে।
আনন্দ উদ্ভাসিত হয়
ছুঁয়ে যায় প্রতিটি কোষ।
কথার প্রকাশকে তুমি শিল্প নয়
এক ভালোবাসার নীল খামে মোড়া
গোলাপি কাগজের নিঃশব্দ আবাহনে তুলে নিয়েছো।
পুঁড়ে যায় চোখ ভিজে যায় গাল
সন্ধ্যা সকাল ভরদুপুর আজকাল।


২০১১


(ব্রততির আবৃত্তি সামনাসামনি শোনার শিহরিত অভিজ্ঞতা থেকে)