খুনীগুলো যখন বন্য শুকরের মতো
গুলিবৃষ্টিতে একাকার করেছিলো সাধারণের শরীর
আর উন্মত্ত ক্লীবতায় শিহ্নবিদ্ধ করেছে অপাপ নারীত্বকে
তখন কারও মনে আসেনি মানবাধিকারের কথা।
শহীদের অবোধ সন্তান, অন্নদাতা পিতা, গর্ভধারিণী মা,
আর অপেক্ষারত প্রেমিকার আমৃত্যু বিভীষিকা গুমরে গুমরে ওঠে।
আজও ক্রুদ্ধ চিতকারে কেঁদে ওঠে সবুজ বনভূমি, স্থির বিল আর ক্লান্ত নদী।
কোথায় সবুজ -
গাছের কষে শুধু রক্ত আর পঁচা মাংসের তীব্র গন্ধ।
মগজে ঢুকে আছে -
চেতনায় শৃংখলিত হয় বিপুল বিশৃংখল আবেগ।
আজ আমার হাতে শুধুই বাতাসের হাহাকার।
একটা মাথাল চাই আমার, বন্য ভোতা মাথাল।
শুকরের দল আবার ভারী হয়ে আসছে।
দাঁতাল হাসিতে ডেকে উঠছে হায়েনার পাল।
এগুলোর মাজা-মাথা ভেংগে দিতে হবে এখুনি
বন্য মাথালের ঘূর্ণিতে।
না হলে আবার আমার স্বদেশ হয়ে উঠবে এক হাহাকারের ইতিহাস।
আমার উত্তর প্রজন্মকে কি দেব জবাব!