কড়া পড়া হাত
বুকে হাপরের টান
তবু টেনে টেনে চলে তপ্ত দুপুরে
কিম্বা ঠান্ডা হিমের হাওয়ায়
সভ্যতার অসভ্য সম্ভার -
যেন এক অনন্ত পথের অভিযাত্রী।
পিঠে যেই বোঁঝা ভারী হয়ে আসে
অম্নি ছোটার গতি আসে পায়ে
দুলকি চালে ছুটে চলে
গন্তব্য চোখে ভাসে শুধু
আর সবের পরোয়া নেই কোন।
দুইশো বছরের বোঁঝা টানার রীতি
আজও টেনে চলে টেনে চলে।
ও টাংগাওয়ালা -
তোমার বুকের হাপরের টান
ক্ষয়ে যাওয়া ফুসফুস
ফুটো হয়ে যাওয়া প্লীহা
তবু সিন্দাবাদের ভুতের মত
তোমার ঘাড়ে চেপে আছে
দুচাকার টানা গাড়ি।
আর তুমি সেই
ঠুলি পড়া কড়পড়া বলদের মতো
বয়ে চলো গন্তব্যের অনন্তে
আমাদের নির্লজ্জ আরামের বেসাতি।


২৪.১২.২০১৭
কোলকাতা