তোমার ছায়ায় শীতল পাটি
সবুজের ফাঁকেফাঁকে ঝিকিমিকি আলো খেলা করে।
তুমি যদি ছায়াই সরিয়ে নিলে
তবে কেন দিলে শিশিরের গান।
বরষায় ভেজালে যে মন
মেঘের ডাকে এনেছিলে কাছে,
আজ এতো অভিমান ভরে
ঢেকে দিলে ছায়ার জীবন।
এসো আজ মনের গহীনে
ছায়া নিয়ে মাতামাতি করি,
আমার যা কিছু কম আছে
তুমি দাও তার চেয়ে বেশি।
দুজনের কম বেশি মিলে
শুধু করি ভালোবাসাবাসি।


১৩ মে ২০১৭