উদয় রবির জাগরণে কালো রাত নিভৃতচারি
আরেকটি দিনের শুরু
আবার রাতের অপেক্ষা।
ঊষালগ্নে ধরণী স্নিগ্ধ কুসুমিত রূপে।
রবির সোনালি উজ্জ্বল স্পর্শ সচকিত করে দশদিক।
রাত হারালো তারার ঝিকিমিকি আলো
চন্দ্রালোকের মায়াবী প্রলোভন
চন্দ্রাহত ঘোরে দিকবিদিকশূণ্য হওয়া।
হাসনাহেনা, কামিনীরা মন মাতাল গন্ধ লুকালো
কোলাহল দখল করে নিলো নিস্তব্ধতার আকর্ষণ।
সতত গতিময় এই পরিবর্তনে
সভ্যতা এগোয় না পিছায় বলা মুশকিল।
আমার মননে শুধু খেলা করে রাত জাগা পাখি
বাদুরের অন্ধবেগ,  শ্লথের শম্বুক নড়াচড়া
চাঁদের কলঙ্ক, রসের ভাড় থেকে হেলেদুলে ওঠা।
পুকুরে পাতা পড়ার শব্দ
শুকনো ঝোপে সরিসৃপের মসৃন স্থানান্তরণ।
আমি ভেসে যাই কালো অন্ধকারের স্রোতে
শব্দহীনতা স্বকীয় করে স্বত্ত্বা।
আমার আমিতে আমি নেই যেন আর
মনে মনে চন্দ্রাঘাত হয়ে নেচে বেড়াই চন্দ্রাননে।
আমার সংগী হবে জোনাকি পোকার দল
ঝিঁঝিঁপোকাদের ঐকতান, দক্ষিণের সুরভিত বায়ু
নদীর কলকল ধ্বণি অরণ্যের মাতাল গন্ধ।
আর সব রেখে যাব সভ্যতার হাতের মুঠোয়।


১১.০৭.২০১৭