আমি ভাবি, তুমি অনেক বড়
তোমার কাছে যেতে অনেক বাধা।
তুমি থাক রঙিন আলোর ঘোরে
আমার কাছে তুমি গোলকধাঁধা।
পথে পথে তোমার পোস্টার
ফেস্টুনে ফেস্টুনে তোমার স্তুতি
ব্যানারে তোমার ভুল বানানের নাম
গাধার পিঠে চড়ে থাকে হাতি।
তোমায় ঘিরে চাটুকারের পাল
স্বার্থ ছাড়া ধরে না কোন হাল,
তাদের কাছে তুমি একটা গদি
অসারতার হাওয়ায় দোলায় পাল।
মরবে যখন ঝুলবে তোমার ছবি
ভাল কিছু ভাস্কর্যও হবে।
বিক্রিবাট্টা জমবে ভাল দলে
অপেক্ষাতে আছে তোমার চামচে আর হাতা
কবে হবে, হবে কবে!


১৭ মার্চ ২০১৭