এসো
অবগাহন করি সবুজ অরণ্যে
দুহাত পেতে নিই বরষার অবিরাম বর্ষণের ভালোবাসা
হাত ধরাধরি করে রুখে দিই সবুজের বুকে যান্ত্রিক করাতের উন্মত্ত তাণ্ডব
নদীকে মেরে ফেলার ষড়যন্ত্র
সাগর আর বাতাস বিষিয়ে ফেলার দুরভিসন্ধি


এসো
গাই শচীন কর্তার বিরহের বন্দনা
সশব্দে পড়ি পাবলো নেরুদার প্রেমের অভিবাদন বিপ্লবের সম্ভাসনে
হৃদয়ের চোখে দেখি রোদ ঝলসানো সমুদ্র গুপ্তের দুরন্ত সোনালি গোঁফ
বেজে উঠুক করতাল মন্দিরা দোতারা সেতার স্যাক্সোফোন গিটার ড্রাম
নেচে উঠুন শতকোটি পাখি মাছ সব চারপেয়ে আর দুপেয়ে পশুর দল


এসো
গাছের চোখে দেখি মানুষের রূপ
পাখির চোখে দেখি তরঙ্গায়িত নদী
নদীর বোধে বুঝে নেই নিস্তরঙ্গতা
মহাসাগরের অবিশ্রান্ততায় ছুটে যাই ঈশান থেকে নৈঋত
মেঘের চপলতায় মেঘমল্লারের ছন্দে বাজাই মাদলের নেশার ডাক
পাহাড়ের দৃঢ়তায় অটল হই জন্মভূমি হবো বলে


আজ
পৃথিবী উন্মাতাল হোক কবির ছন্দে
গায়কের কণ্ঠে বাদকের নেশাতুর বোলে নাচিয়ের ঝুমুরে
আমি আজ বাজিয়ে দেবো ভাঙনের জয়ডংকা
ভাঙবে প্রাচীর ভাঙবে কাঁটাতারের বেড়া ভাঙবে সীমানা
ভাঙবে না-শোনার অবরুদ্ধতা ভাঙবে জড়তার জঞ্জাল
নতুন পৃথিবীর শুরু হবে নতুন করে


এসো
শুরু করি তোমাকে আমাকে দিয়ে
তারপর হবে আমরা থেকে আমাদের তাদের ওদের
একই সুর হবে অযুত ভাষায়
এ অসম পৃথিবী ভেঙে ফেলো ........।