দূর থেকে দেখা যায়
স্বপ্নগুলো উড়ছে হাওয়ায়।
কোনটা সোনালি, কোনটা রূপালি
কোনটা সবুজ কোনটা লাল
কোনটা গোল কোনটা চ্যাপ্টানো
কোনটা চারকোনা কোনটা ল্যাপটানো।
আদুরে স্বপ্ন বাদুরে স্বপ্ন
গেছো স্বপ্ন মেছো স্বপ্ন
হরিণ স্বপ্ন ফড়িং স্বপ্ন
বাঘ স্বপ্ন টাগ স্বপ্ন
আরও আরও রংগিন স্বপ্ন।
চোখ বুজলে স্বপ্ন গায়েব
চোখ খুললেই স্বপ্ন নায়েব।
চোখগুলো সব চকচকায় ঝকঝকায়
রোদের ঝিলিকে রঙ তাতায়।
স্বপ্নগুলো বাতাসে দোল খায়
বিচিত্র আওয়াজে বোল পায় বোল পায়।
হাতের মুঠোয় স্বপ্ন দোলে
শীর্ণ হাতখানি ঊর্ধ্বপানে স্বপ্ন দোলায়।
দুদল মানুষই স্বপ্ন দেখে -
যারা গাড়ি বাস রিকশা বেবিট্যাক্সি বাইকে আছে
তাদের কাছে ওগুলো সব খেলার স্বপ্ন রংগিন বর্ণে
ছোট ছোট হাত মানুষের কাছে
এগুলো দুমুঠো ভাতের স্বপ্ন।
গরম ফেনা ওঠা ভাত একটুকরো মাছ আর একটু ডালের।
লালবাতির সিগনাল সবুজ হয়
স্থবির যান্ত্রিক আর মানুষে টানা শকটগুলো গতি পায়
দূরে চলে যেতে যেতে দেখা যায়
হাতের মূঠোয় দোলে রংগিন স্বপ্নরা।


০৩.০৮.২০১৭