তুমি এসেছিলে আমার জানালায়
চিহ্ন দেখে ঠিক বুঝে গেলাম আমি।
দাঁড়িয়ে ছিলে জানালার ওপাশে
তোমার মৃদু ঘ্রাণ আমাকে জানান দিয়ে গেলো।
ভোরের তপন ঠিক যখন আবীর রঙ ছড়াচ্ছিল তমালের ডালে।
তোমার আসা দেখে থমকে গিয়েছিল কয়েক মুহূর্ত,
আমি তা জানলাম রোদমাখা রঙিন শার্সিতে।
পড়ে আছে কয়েকটা সর্ষে ফুল, বাগান বিলাস আর জলপদ্মের পাতা।
অপেক্ষায় ছিলে অনেকক্ষণ নিশ্চয়ই -
তারপর কোন সাড়া না পেয়ে ফিরে গেছো নিঃশব্দে।
তোমার মন খারাপের সুর ভেসে আছে জলতরংগে।
জানি আবার আসবে তুমি কাল ঠিক যেমন প্রতিদিন
আবার যাবে ফিরে তোমার সাম্রাজ্যে রাজহংসের গ্রীবাভঙ্গিতে।
আমার জানালা আজ পুরোটাই আমার আকাশ
আমি দেখি তোমায় সময়ের এপারে ওপারে।


৩১.০৫.২০১৭