মনের কষ্টগুলোর সাথে
গুবরেপোকাদের এতো বেশি মিল।
কষ্টগুলো বুকের গভীরে ক্রমশ দলা পাকায়
ঠেলে উঠতে চায় বুক ফুঁড়ে গলা চিরে।
ঠিক যেমন গুবরেপোকার দল
গোবরের টুকরোগুলো ঠেলে ঠেলে
পৌছে যায় নিজেদের আপন গর্তে।
কষ্টগুলো যদি প্রজাপতি হতো -
নানা রংগের ডানা মেলে
উড়তো মনের চারপাশে ভেসে ভেসে।
বুকটা এতো ভারী হয়ে আসতো না।
কষ্টগুলো বুকের ভেতর গুবরেপোকা হয়ে যায়
দলা পাকায় দলা পাকায় আর দলা পাকায়
ঠেলে ঠেলে তুলে দেয় গলায়।
গলার ভেতরে কি এক অসহ্য অনুভূতি।
বুকের গভীরে কষ্টের কষ্টকর নিম্নচাপ।
এই নিম্নচাপ অঝোর বরষা হয়ে ওঠে না কেন -
মন ভিজে হতো একাকার
কষ্ট ধুয়ে ধুয়ে ঝুম শ্রাবণধারা পেতো।
কষ্টগুলো গুবরেপোকার দল
বুকের ভেতর সদরঘাটের শীতল বরফকল।


২৫.০৭.২০১৭