বছর কুড়ি আগে -
এক দুরন্ত সাহস ছুঁয়েছিল আমাদের।
সে সাহসের ডানায় ভর দিয়ে
উড়েছি দিগন্তের সুদূর নীলিমায়।
বল্গাহীন কল্পনার রংগিন ফানুসে
ভাসিয়েছে আমাদের আবছায়া স্বপ্নগুলো।
ভেংগেচুড়ে অচলায়তনের কঠিন দেয়াল
উদ্ধত শিরে ছুড়ে দিয়েছি নতুনের আহ্বান।
উপেক্ষা করেছি তীব্র ভ্রুকুটি দোহাই অযাচিত আকাঙ্ক্ষা।
বন্ধনহীন গ্রন্থি পথ খুলে দিলো আমাদের
অসম্ভবের সম্ভাবনায় উন্মুক্ত হলো জীবনের আকাশ।
প্রান্তর রেখা ফুটে উঠলো দৃষ্টির অসীমে
মনে গেঁথে নিলাম সামনে চলার দুর্বার গতি।
শংখনাদে উচ্চকিত করিনি ধরণী
পদভারে প্রকম্পিত করার কোন ইচ্ছা জাগেনি মনে।
শুধু মেলেছি ডানা
দেখেছি পথ
ভেংগেছি অগৌরবের প্রথা
জীবন থেকে এনেছি জীবন
নতুনের আকাঙ্ক্ষায়
অমিত সম্ভাবনার অর্গল খুলে
পেছনে ফেলে এলাম কুড়ি বছর
আরও এক কুড়ি শুরুর
স্পন্দনমাখা স্বরব্যঞ্জনে
নিশিলাগা সুরের ঘোরে
হে মোর রাজেশ্বরী নন্দনসাথী
এসো মাতি জীবনের উচ্ছ্বাসে
নতুন রাগে নতুন তালে নবগানে।


০৫.০৮.২০১৭