আরেকটি সন্ধ্যা নামছে চরাচরে -
বিকেলের আলো ম্লান হয়ে আসে,
গোঁধুলি বেলা তার অস্পন্দিত অস্পষ্টতার ডালা খুলছে চটজলদি।
আকাশে টুকরো কালো মেঘেরা যাচ্ছে ভেসে ভেসে
হ্যালোজেনের ল্যাম্পপোস্ট আর মোবাইলের টাওয়ারগূলোর মাথার উপর বেশ দেখা গেলো।
নারকেল গাছের মাথাগূলো দুলছে বুড়ো খোকার মত।
তার মানে বেশ একটা স্নিগ্ধ বাতাস বইছে,
নিশ্চয়ই ভেসে আসছে কদম ফুলের গন্ধ।
যান্ত্রিক চারচক্রযানের বদ্ধ বাক্সে বসে
না পাচ্ছি হাওয়ার দোলা, না পাচ্ছি কদমের ঘ্রাণ।
তবে কালো টুকরো মেঘের ভেসে যাওয়া বেশ লাগছে।
আমার মন কি চায় কালো মেঘের মত ভেসে যেতে!
কি জানি -
আজ কোন কিছুই মনে বসছে না।
মন আছে কি না তাই ঠিক বুঝে উঠছিনা।
এ কেমন রংগ -
তবে আজ মনকে দিই ছুটি
মন ছাড়া চলে কিনা দেখাই যাক।


১৩.০৭.২০১৭