আহ!
সকালের অঝোর বরষা
আবার ভিজিয়ে দিলো দশদিগন্ত।
আজ কি বর্ষা হবার কোন কথা ছিলো?
কাল কি তোমার চলে যাবার তাড়া ছিলো?
তোমার প্রেমিক কথা মনের তন্ত্রীতে বুনে দিয়েছে প্রেম
তোমার ঠোট মেলানো বিরহের গান
ঘুমহীন করেছে কত রাত
নাম নাজানা রূপালি ঝিকিমিকি প্রেমিকার জন্য।
তোমার নীরব ভংগি, অনুচ্চারিত কথন
অস্ফুট শিহরণ জাগিয়েছে দিনের পর দিন
ডুবে গেছি তোমার চলনে বলনে পোষাকে আষাকে
শুধুমাত্র তোমার ছায়াকে ছুঁয়ে থাকবো বলে।
আজ কি আকাশ তোমারি বেদনায় কাঁদছে?
আমাদের মহানায়ক ছিলে তুমি
আমাদের নায়করাজ।
রূপালি পর্দার পরাবাস্তব জগৎ থেকে অতিবাস্তবতায়।
কাল আবার জানি শুষ্কতার দিন
মেঘমেদুর দিন শেষ হবার পথে।
জানি আবার আসছে পাতা ঝরার দিন।
আবার আসবে ভোরের শিশিরের মুক্তো হবার দিন।
আবার ঘুরে ফিরে আসবে জানি রিমঝিম বরষা।
শুধু তুমি আর দাঁড়াবে না আলো ঝকমক ক্যামেরার সামনে।
স্ফূট উচ্চারণে কাঁপিয়ে দেবে না প্রেমিক হৃদয়।
তবু তুমি আছো তুমি থাকবে
সেলুলয়েডের ঘেরাটোপে
আলো আঁধারের স্পর্শহীন অনুভবে।
আমরা শুনবো তোমার ছুড়ে দেয়া ডায়ালগ
দেখবো তোমার হেঁটে যাবার ভংগি
তোমার প্রেমময় দৃষ্টি অনুকরণে
তাকাব প্রেমিকার অতল চোখের দিকে।
তারপর -
হেঁটে যাব অন্য জীবনে।
ক্ষীণ একটা আশা নিয়ে,
হয়তো তোমার সাথে দেখা হলে হতেও পারে।


(নায়করাজ রাজ্জাকের উদ্দেশ্যে)


২২.০১.২০১৭