স্বপ্নের সিড়ি বেয়ে উঠে যায়
মধ্য দুপুরের ডানা ভাংগা অলসতা।
অরফিয়াসের বাঁশির সুর
পথ হারায় রূপালি চাঁদের মাদকতায়।
বিষন্ন সন্ধ্যা মাথা খুঁড়ে মরে মেঘের পাহাড়ে
রাত ঘন হয়ে আসে বটের ঝুরির গহীনে।
আর আরেকটি ভোর তোমার স্পর্শের অপেক্ষায়
ঈগলের ডানায় ভেসে বেড়ায় আকাশের নীলে।
তোমার সংগে মন্দ্রিত জোছনায় হাটবো বলে
কত রাত জেগে আছি ঘুমের আড়ালে।
না বলা কথার ফুলঝুরি
উড়ে গেছে মরালের ঝাঁকে মিশে।
সমূদ্রের কল্লোলিত ঢেউয়ের মাতাল উচ্ছ্বাস
বাসনা জাগায় তোমার সংগে দিগন্ত ছুঁয়ে দেখার।
আকাশের ঈশান কোনে সিঁদুরে রঙা ছায়া
তোমার কপোট ভ্রুকুটির মতো ভাবনা জাগায়
আদুরে বেড়ালের গা বেয়ে ছুঁয়ে যাওয়ার ভংগীতে
তরংগায়িত হয় অতল সাবলীলতায়।
আমি তোমার সংগে ভেসে যাই
শিহরণহীন সন্তরণের সোনালি ডানায়
নতুন কোন আকাঙ্ক্ষাকে সাজাবো বলে।


০৯.০৭.২০১৮