আমি খুঁজে ফিরি ঘাসে বেগুনি ফুল
ক্ষুধার্ত হায়েনারা কাটে বাসি শবের দেহ।
রূপালী জোছনা অপরাজিতা হয়ে ওঠে
গোঁধুলি আলোতে টুপটাপ
মেঘে ঢাকা কায়া ঈশানে নির্মোহ।
শালুক পুকুরে তিতপুটি খেলা করে
রক্তের দাগ মুছে দেয় লালমাটি-
আগুনের গায়ে কমলা আভার খেলা
পানের বরজ ঢেকে দেয় ভিটামাটি।
ছেলেটির গায়ে আধ ছেঁড়া ছালাটুকু
মেয়েটির শাড়ি দুটুকরো করে পরা।
নোলক হারানো বঁধুটির হাহাকার
বেতস ঝাড়ে মাদুলির গড়াগড়ি
কুমড়োলতায় দোল খায় বুনো কুল
তপ্ত সিসায় জনপদ আধমরা।
নদী ভাংগে পাড়,
দুকূল আধার
বসতি চিহ্ন মিলায় প্রবল স্রোতে -
হেমন্তের হিম হিম
মিলায় নি:সীম
চৈত্রের দাবদাহ
মাঠফাটা আটঘাটা
অঝোর বরষা অবগাহনে রাখে মেতে।
আসেনা আষাঢ়িয়া
অপেক্ষার প্রহর হয় ঘন নীল।
বাজপড়া তালগাছ ছড়ানো বটের ঝুরি
যমুনার তটে বালুচর সর্পিল।


২২.১২.২০১৬