সোনালি রোদ
যেই ধরতে চাইলাম অমনি
তুড়ি মেরে উড়ে যায় আকাশের মগডালে
এমনি উঁচুতে যে আকঁশি দিয়ে পেড়ে নেবো
সে চেষ্টায় গুড়ে বালি
মগডাল যে মিশে আছে আকাশের বারান্দায়
সোনালি রোদ সাঁওতালি নাচে
বারান্দার একোণ থেকে ওই কোণে
ভিজে বেড়ালের মতো আমি নিশ্চুপ বসে থাকি
বারান্দার কিনার ঘেঁষে একবার যদি পা হড়কায়
কিংবা একবার এসে পড়ে হাতের নাগালে
দেখাবো মজা
আমার উষ্ণতা কেড়ে নিয়ে
পালালো সে কোন মগডালে বারান্দার অলিন্দে
চপলা চকিত ছন্দে
আর আমি
অনুষ্ণতায় জড়সর স্থাণু হয়ে আছি


এসো সোনালি রোদ
আলিঙ্গনে বাঁধো প্রবল পরাক্রমে
আমার জড়তা
ঝরে পড়ুক দ্যুতিময় ষড়ভূজ অষ্টভূজের মতো
কুড়িয়ে নিক পথিকের দল রকের আড্ডাবাজেরা
সযত্নে আঁচলে বাঁধুক সকল বাধা পায়ে ঠেলা মেয়েদের দল
লুংগির খুটায় তুলে রাখুক মাঠের কিষাণ ঘাটের শ্রমিক
আমি শুধু সোনালি রোদের আলিঙ্গনে
আরেকটি ঝকঝকে রোদ হয়ে
ভেঙে দেবো তোমার জড়তা
তারপর তুমি ভাঙবে তার
এভাবে আমরা ভাঙতে থাকবো সকল জড়তা
যতক্ষণ পর্যন্ত না এ পৃথিবী
সঞ্চালিত হয় অজড়দের হাতে সমতা স্বপ্নালুদের স্পর্শে
ঠিক তখন
আকাশের বারান্দায় তুমি আর আমি
মগডালে পা তুলে
খেলবো ঝুলন খেলা
সোনালি রোদ থাকবে আমাদের সাথী
উষ্ণতার আধার হয়ে।


২২ জুন ২০২০