সন্দেহ -
জাঁকিয়ে বসে মগজের দক্ষিণ কোণে,
উত্তর অংশ আজ এতো ফুরফুরে কেন!
দক্ষিণের সন্দেহবিলাসী মন
কড়া নাড়ে আগুন্তকের মতো
সাড়া না পেয়ে উঁকি দেয়
উত্তরের খোলা জানালায়।
দেখে
মেঝেতে কাত হয়ে পড়ে আছে শূণ্য পেয়ালা
আধখানা রংগিন স্বপ্ন আর
একবোতল ভালোবাসা।
তাহলে
উত্তরাংশ আজকাল স্বপ্ন ভাগাভাগি করছে?
ভালোবাসাকে দৃশ্যমান রেখে!
সন্দেহ আরও ঘন হয়।
রংগিন স্বপ্নগুলো খোলা জানালায় দোল খায়
ভালোবাসা বোতলের ছিপি খুলে ভেসে বেড়ায় আনাচে কানাচে।
দক্ষিণাংশ সন্দেহ হারায়
খুঁজে ফেরে বাতাসে দোলানো পানপাত্র
চুলের অরণ্যে সন্ধ্যার মৃদু গন্ধ
উত্তরাংশের চিবুকের উষ্ণতা।
সন্দেহের আলুথালু মেঘ আর বিকট কুয়াশায়
দক্ষিণাংশ পথ হারিয়ে জড়
স্থবির স্থাণুবৎ।
মগজের অবস্থা আজ তথৈবচ।


০৪.০৭.২০১৭