তোমার ছায়ায় বসব কিছুক্ষন?
সে তোমার ইচ্ছে-
তোমার আলোয় ভরবো নয়ন?
সে তোমার বাসনা।
ইচ্ছেরা আজ মায়াগুলো দুহাতে ধরে,
নয়ন আলোয় বাসনারা পাখা মেলে।
গোধূলি মায়ায় ছায়াগুলো দীর্ঘ হয়
কনে দেখা রঙ দিগন্তে মিশে রয়।
মেয়েটির মুখ পাশুটে ছায়ায় ঢাকা
চোখগুলো শুধু প্রতিশোধে জ্বলে ওঠে,
আলো ছায়ার ছলে লুটে নেয়া বাসনাগুলো
ফিরে পেতে আজ ইচ্ছেরা জাগে মাঠে।
একবার আজ জেগেছে রক্তবান
ভেবেছ কি তুমি ছুড়ে দেবে মুঠোয় নিয়ে -
তোমার মত কাপুরুষেরা ভেবে মরে
আগুনমুখায় কি করে লাগে টান।
বদর বদর বলে যে মাঝি ঝড়ের রাতে
নৌকার কাছি উল্টো হাওয়ায় বাধে
তারই উত্তর প্রজন্মের আমি সাথী
স্রোতের মুখে ঢেউ ভেংগে পথ হাটি।


১৯ ফেব্রুয়ারি ২০১৭