চেনা পথে অচেনা ঘ্রাণ
কানে বাজে অচেনা কন্ঠে চেনা সুর।
মেঘের আলোয় পথ ভোর হয়
মায়ানদী জেগে ওঠে কুম্ভের নৃত্যে।
সেদিন বিম্বাধরে ফুটেছিল অস্ফুট দ্বিতীয়ার চাঁদ -
মদিরা লাগেনি, তবু মাতাল হয়েছিলাম তামসিকতায়।
মাদকতা আজও একই আছে,
আছে কুয়াশা ঢাকা সরোবরে শিউলির ভাসান -
চেনা কন্ঠে অচেনা সুর বাজে
অচেনা পথে টানে এক চেনা ঘ্রাণ।
চোখের বরষা আষাঢ়িয়া ডাক দেয়
দ্বাদশীর চাঁদ মেঘশৃংগে লুকোচুরি খেলে।
বছর ষোল মোটে হলো
সুর আছে, ঘ্রাণ সেতো একই,
ফাগুনের রাগে তুমি আছ
আমি আছি নিষাদের বাজি।


২৫.০১.২০১৭