ভীড়ের ভেতর প্রতিটি শব্দ
আলাদা আলাদা হয়ে ঢুকে যাচ্ছে মগজে
বৃষ্টির তীক্ষ্ণ ফলা কেটে যাচ্ছে পীচ ঢালা পথ
গাছের উদর চিরে উগরায় হরিৎ আচ্ছাদন
ফুলকির মতো ফোটে বেগুনি ফুল
ঘুম হাতড়ায় বিছানার নিসংগতা
জোছনা খুঁজে মরে চাঁদের শার্সি
ওল্টানো ইস্পাতের পাতায় হেঁটে বেড়ায় আধপোড়া চুরুট
কতদিন তোমার হাত ছুঁয়ে মেঘ
কুয়াশার ডানায় ভাসে না কাক ডাকা অন্ধকারে
লাল পাথরের দাঁত বের করা চোখ
খুঁটে বেড়ায় আবর্জনার ভাঁড়ার
আর মগজের ভেতর
ভিড় হাতড়ায় পথের দিশা
একাকীত্বের নদীতে শয্যাসহচরের আলিঙ্গন
জানালা হয়ে ঝুলে থাকে
রোদের নাকের ডগায়
শুধু নক্ষত্রকে ছোঁবে বলে


১৬.০২.২০১৮