আজ ভেবেছিলাম
আপিসের কাজ এলেবেলে আলাপ
ছড়ানো ছিটানো পরিকল্পনা
ইতস্তত কাগজের তাড়া
সব গুছিয়ে বের হবো।
দেখবো বিকেলের আলোয় শহুরে মানুষ
তাদের ব্যস্ত পদচারণা ঘরে ফেরার আকাঙ্ক্ষা।
এমন সুযোগ প্রতিদিন তো পাওয়া যায় না।
ঈশান কোণের মেঘ
সে ভাবালুতায় দিলো বালু ঢেলে।
একেবারে ধুলি ঝড় যাকে বলে।
শেষ বেলার আলোটাকে
যথেচ্ছভাবে হামলা করলো মেঘের দল।
চারদিক হা হা করে উঠলো
আমিও তার সাথে তাল মিলালাম।
তাতে মেঘের দলের
কিছুই আসলো গেলো না।
তবে ধুলো আর বাতাসের সাথে
মেঘের দলের সংঘাতটা জমলো ভালই।
বাতাসও বেজায় পাজি
কখনো ঝড়ের দলে কখনো মেঘের দলে।
একেবারে মধ্যবিত্ত বেসাতি
মনঃস্থির করতে পারে না
কোন কোষায় পা দেবে
উড়বে না জমবে, উড়াবে না ভিজাবে -
তার যে দুটোই চাই।
মাঝে পড়ে আমার হলো সন্ধ্যাক্ষয়।
তাও ভালো -
ঝড়ের পরে বাতাসকে সংগী বানালো মেঘের দল।
ঝমঝমিয়ে নামলো প্রশান্তির ধারা।
দশ দিক স্নিগ্ধ হয়ে এলো
স্নিগ্ধ হলাম আমি ভিতর বাহির।
শুধু মহাসমুদ্র রইলো
তার সারা দেহ ফুলিয়ে কাত্যায়নীর মতো
বালুচর ছিন্নভিন্ন করবে জলদ কৃপাণে।
আমি ভাবি দুপেয়েদের কথা
এমন জলসিঞ্চনের পর
এদের বাড়ি ফেরা বড্ড কষ্টকর হয়ে যাবে।
তথাস্তু, তারপরও
ধরণী প্রশান্তচিত্ত হলো।
আপিস ফেরতা আমাদের না হয়
একটা সন্ধ্যের ভাবালুতা মাত্রই গেলো।


২৬.০৪.২০১৮
ফ্রিটাউন, সিয়েরা লিওন।