আঁকাবাঁকা পথ
কখনো সরু কখনো প্রশস্ত
দুপাশে ঠাঁয় দাঁড়িয়ে
ক্ষীণ কটি দীর্ঘ গ্রীবা ঝাউগাছের সারি।
আয়ুষ্কাল ক্রমশ এগিয়ে যায় জীবনান্তরের দিকে।
বলিরেখার মতো রাস্তার ফাটল
মনে করিয়ে দেয় -
মেরামতের সময় এসেছে জীবনকে।
মুগ্ধ নয়ন খুঁজে ফেরে প্রশান্তির ছায়া
সচকিত মন ঘেরাটোপের ফাঁদ কেটে যায়
শ্রবণেন্দ্রিয় ভরে নেয় সিম্ফনির ঐকতান।
আষ্টেপৃষ্ঠে বাঁধে উদ্দামতার আহ্বান
অস্থির মগজ কোন উচ্ছাসের আকাঙ্ক্ষী।
রাতের আবছায়া আলোর চাইতে
উজ্জ্বলতম দীপপ্রভা মোহনীয় কামনার।
আশা জাগানিয়া ঝজু নারকেলকুঞ্জ
নীরস বৈদ্যুতিক ধাতব খাম্বার চাইতে অনেক বেশি সত্যি।
নিরবিচ্ছিন্ন ভাবনা গড়ে তোলে মহাপ্রলয়ের গান
তাকে টুকরো টুকরো করে কাটি
ছড়িয়ে দিতে মহাসমুদ্রের ঢেউয়ের নাগরদোলায়।
জানি কেউ কেউ পেয়ে যাবে যৌবন উদ্বেলিত
সময় বদলানোর আমোঘ মন্ত্র।
আমি না হয় অভিমন্যু হলাম -
পিতৃতন্ত্রের কালচক্রের অভেদ্য দেয়ালে এঁকে দিতে
একিলিসের গোড়ালি আর সব ভাংগার সাহস।


১১.০৯.২০১৭