সবুজ শ্যামল ছায়া তোমার,
কোমল তোমার ইতিহাস;
ঝরেছে রক্ত স্বাধীনতায়,
হয়েছে মিত্রের বিনাশ।
তুমি মহান,তুমি অদম্য,
মাননী কখনো হার;
রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে বেশ,
তবু বিজয় এসেছে বারবার।
তুমি শিখেছ দিতে রক্ত,
শেখনি মানতে পরাজয়;
জেগে ওঠো এগিয়ে চলো,
দিয়েছ শুধু অভয়।
তুমি হয়েছ রক্তে রঞ্জিত,
দিয়েছ প্রাণ জন্য ভাষার;
মোরা অপেক্ষায় ছিলাম,
বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা আসার।
অবশেষে তুমি এলে,
জয়ধ্বনির পাবক জ্বেলে;
বাধা-বিপত্তির ঐ প্রাচীর ভেঙে,
তখনই তো তুমি মোদের হলে।