তোমার কাছে পৌছাতে পারি হাজারটা পথ ধরে,
কিন্তু হৃদয়ের ঘরে থাকে তো একটিমাত্র দরজা;
তাই নদীবর্তী এই অশ্বথের নির্জন ছায়ায় বসে আঁকছি
সাদা কবিতার এক জলস্পর্শী ছায়াচিত্র; -
স্বপ্নের শব্দেরা হেসে উঠতে চায় অবিমিশ্র রঙিন ঠোঁটে।


আপেক্ষিক বাতাসে
দূরবর্তী কোনো ঘুমের গন্ধমাখা মুখ ভেসে আসে!
জলের সাথে কথোপকথনে মুছে যায় সব ব্রাত্য-সংকেত।


নদীর জল স্পর্শ করে কোনো গতি বসে থাকে না; -
সমস্যা হল নদী সাগর থেকে ফিরতে পারে না;
ফিরতে হলে তাকে রোদে পুড়ে পুড়ে রূপান্তরের মেঘ হতে হয়
ইতিহাসের আবর্তনে।


তোমার কাছে পৌছাতে পারি হাজারটা পথ ধরে।