তোমাকে লেখা শেষ ইমেইলে পাঠিয়েছি আমার সদ্য-আঁকা ছবিটি -
চোখের ভেতরে যে আকাশ-স্বপ্ন তা আঁকতে পারিনি অতোটা আকাশ-রেখায়;
বুকের ভেতরে যে গোপনে গুপ্ত ঢেউরাশি কিছুটা ভাসতে চেয়েছে বারবার
আমি বোধ হয় তা-ও ভাসাতে পারিনি এই আক্রান্ত তুলিতে;
অথচ এতোটা মনোযোগে কখনো ভাসতে চাইনি আর কোনো ক্যানভাসে!


সে যাই হোক, হাতের মুঠোয় আর কতক্ষণ ধরে রাখা যায় মুগ্ধতার জল;
মুঠোবন্দি জল চুয়ে চুয়ে ঝরে যায় জলজ-স্বরে একটু শিথিলতা পেলেই।


একটিমাত্র ক্লিকে কী-সহজেই শূন্য হয়ে যায় সমস্ত জমানো ইনবক্স!
সময় বড় বেশি আধুনিক-প্রযুক্ত আজ!
শুধু যমুনার জলে ভেজে না বুঝি আর যৌবনের ভাঁজ!


ঝলসে যাওয়া চোখে আকাশ আর কতোটা হতে পারে গভীর-নীলন্ত!


একটা ছবি বোধ হয় আমি কোনোদিনই আর এঁকে দেখাতে পারবো না কাউকে,
রক্তাক্ত রেখাচিত্রে বড্ড হৃদয়ক্ষরণ!