কি হয়েছে
ঠাণ্ডা কেনো মুগ্ধ-ব্যাকুল চোখ?
বড্ড দূরের ছোঁয়ায় কেনো বইছে বাতাস, কাঁদছে আকাশ;
তবে কী কোথাও খুব জমেছে মেঘ,
ভিজছে আবেগ
একলা হাওয়ার বেগে?


কী হয়েছে
রুদ্ধ কেনো মুক্ত-আলোর দুয়ার!
খুব অচেনা লাগছে কেনো মগ্ন দুপুর, ব্যস্ত নূপুর;
তবে কী কোথাও খুব জেঁকেছে শীত,
কাঁপছে এ ভিত
একলা শীতের রাতে!


কি হয়েছে, কী হল আজ
ঘুর্ণি হাওয়ার শ্বাস,
ঘরের ভেতর ঘর ভাঙছে
ঘর শূন্য আকাশ!